প্রকাশিত: Sun, Mar 31, 2024 11:55 AM
আপডেট: Mon, Apr 28, 2025 11:42 PM

[১] উপজেলা নিবার্চন ইস্যুতে বিএনপিতে সিদ্ধান্ত হয়নি [২] ভিন্ন মত রয়েছে শরীকদলগুলোর, অংশ নিতে পারে জামায়াত

শাহানুজ্জামান টিটু: [৩] গত ২১ মার্চ প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ  হবে আগামী ৮ মে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ ইস্যূতে পূর্বের সিদ্ধান্তেই অনড় রয়েছে বিএনপি। 

[৪] গত ২৬ মার্চ দলের স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় দুটি বিষয় গুরুত্ব পায়, এর মধ্যে ভারতীয় পণ্যবর্জন ও উপজেলা নির্বাচন ইস্যু কিন্তু সেই সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। 

[৫] বৈঠক সূত্র জানায়, সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরামের ওই সভায় উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত হবে কি হবে না, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এই ইস্যুতে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। দলের অধিকাংশের মনোভাব হচ্ছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়া। পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতাকর্মীদের জানানো হবে।

[৬] বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আবারো বসবো পরবর্তী বৈঠকে বেশ কিছু ইস্যুতে দলের অবস্থান চূড়ান্ত হবে।

[৭] উপজেলা নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে সরকার বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন এক নয়। স্থানীয় সরকার নির্বাচনের কৌশলেও ভিন্নতা রয়েছে। এটা জাতীয় নির্বাচনের কৌশলের মত নয়। এ বিষয়ে আমাদের দলে একটা আলোচনা হয়েছে। আমরা মনে করেছি এটা দুটোকে আমাদের আলাদাভাবে দেখা উচিত। 

[৮] তবে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের। তিনি বলেন, উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার মত পরিবেশ এখনো তৈরি করতে পারেনি সরকার এবং নির্বাচন কমিশন । তারপরও আমি মনে করি এটা কোনো রাজনৈতিক দলের নির্বাচন নয়। তাই এই নির্বাচনে রাজনৈতিকদলগুলোর মতামতের চেয়ে যারা নির্বাচনে অংশ নিতে চায় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। তিনি বলেন, এটা উন্মুক্ত রাখা এবং যারা উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় তাদেরকে বাধা না দেওয়া। 

[৯] নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলা নির্বাচনে জামায়াত অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। দলটির যারা প্রার্থী হবেন তাদেরকে এলাকা ভিত্তিক কাজ করার বিষয়ে ইতিমধ্যে দলের কেন্দ্র থেকে গ্রীণ সিগন্যাল দেওয়া হয়েছে। ফলে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় কাজ শুরু করেছেন। 

[১০] তবে এই ইস্যুতে জামায়তের দায়িত্বশীল নেতাদের মতামত জানা সম্ভব হয়নি। সম্পাদনা: ইকবাল খান